হতদরিদ্রদের আবাসস্থল পরিদর্শনে দুমকি'র ইউএনও

হতদরিদ্রদের আবাসস্থল পরিদর্শনে দুমকি'র ইউএনও
এবাদুল হক,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর দুমকিতে ’ক ও খ’ তালিকাভুক্ত হতদরিদ্র ভুমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহি অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ তাদের আবাসস্থল পরিদর্শন করেছেন। গত দু’দিন ধরে উপজেলার শ্রীরামপুর, মুরাদিয়া ও আংগারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় বেশ কয়েকজন হতদরিদ্র অসহায় ব্যাক্তির বাসস্থান সম্পর্কে খোঁজ খবর নেন। সরেজমিন পরিদর্শনে দ্বারে দ্বারে গিয়ে বসবাসের অযোগ্য গৃহে যাদের বসবাস তারা হলেন-শ্রীরামপুর ইউনিয়নের আলেয়া বেগম, ইউনুছ আলী, বাবুল হাওলাদার ও রাজিয়া বেগম , মুরাদিয়া ইউনিয়নের মিজানুর শরীফ, রিপন ফকির, রওশন আরা বেগম, খোকন মৃধা এবং আংগারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাটরা গ্রামের হাবিবুর রহমান। এভাবে উপজেলার সকল ইউনিয়নে সরেজমিন যাচাই বাচাই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও। এসময় সঙ্গে ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এম আমির হোসাইন ও সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।